রাস্তা ঘাটে খুব সাবধান যদি আপনার মোবাইল থাকে। কি কি ভাবে আজকাল মোবাইল চুরি হচ্ছে তা জানুন .....................??? ( Be very careful at the market place if you have a mobile. Know how mobile is being stolen nowadays ..................... ???)

Thanks for reading this article.Please Share this & support my websites to grow further. চুরি শব্দটা শুনলে মনে একটা ঘৃণার সৃষ্টি হয়। চোরের যদি ধর্ম থাকতো সে বুঝতো মানুষ কোনো একটা জিনিস কেনে তার পিছনে কতটা পরিশ্রম থাকে। তাহলে সে কোনো দিন এই ঘৃণাকার্য্য টি করতো না। ইংরেজি ০৮/১১/২০২১ তারিখ, মোটামুটি ভালোই ঠান্ডা ছিল ,অন্ধকার রাত্রি প্রায় ৭:৩০ মিনিট ছেলেটি দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দেয়। সঙ্গে ছেলেটির বাবাও ছিল। তারা দুইজনে সাইকেলে চেপে যাচ্ছিলো কিন্তু তারা জানতো না তাদের সঙ্গে এমন হবে। ছেলেটি প্রতিদিনের মতো মোবাইলএ ফ্ল্যাশ জ্বালিয়ে সাইকেল চালাচ্ছিল এবং তার বাবা পিছনে ছিল। তারা জানতো না যে ধৃত দুস্কৃতি তার মোবাইল নেওয়ার জন্য পিছু করছে। ঠিক শুনশান রাস্তার মাঝখানে দুজন একটি Bike নিয়ে ছেলেটির দিকে এগিয়ে আসে। ছেলেটি মনে করে Bike টি সাইড কেটে চলে যাবে। গ্রামের রাস্তা কোথাও - কোথাও গর্ত। ঠিক সেখানেই Bike টি সামান্য slow করে ,ছেলেটি ভাবছিলো সাইড কেটে চলে যাবে। কিন্তু Bike র পিছনে যে বসে ছিল সে হাত বাড়িয়ে Mobile টি টেনে নেয়। তবুও ছেলেটি ভাবছিলো মনে হয়। কেও তার পরিচিত তার সঙ্গে হাসিঠ